সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দুটি রাষ্ট্রদ্রোহ মামলা আদালত খারিজ করে দিয়েছেন। এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা জুড়ে আনন্দ র্যালী করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নেতাকর্মীরা এই আনন্দ র্যালী করেন।
২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার মেঘনা এলাকার বেপারী বাজার থেকে শুরু শিল্প নগরী নিউটাউন ও মেঘনা টোলপ্লাজা প্রদক্ষিণ করে আনন্দ র্যালী করেন বিএনপির নেতৃবৃন্দ।
আনন্দ র্যালীতে উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা মাসুম রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল- আমিন বেপারী, বিএনপি নেতা ফারুক হাসান, জামান জিতুসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতের বিচারক ছগির আহমদ মামলা দুটি খারিজ করে দেন।