রূপগঞ্জ প্রতিনিধি, সান নারায়ণগঞ্জ
সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
৪ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা।
মিছিলটি সাওঘাট এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোল চত্ত্বর হয়ে আবার সাওঘাট এলাকায় এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেড়যুগ ধরে দূর্ণীতি রাহাজানি, গণহত্যা করে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে জনগণের ঘুম কেড়ে নেয়ার চেষ্টা করছে। তাদের লোকজন ছদ্মবেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব মাদক, নৈরাজ্য বন্ধ করতে আমরা রূপগঞ্জ উপজেলার বিএনপির কান্ডারী, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর হাতকে শক্তিশালী করতে কাজ করবে রূপগঞ্জ বিএনপি নেতারা।
এখন থেকে কেউ রূপগঞ্জে কোন চাঁদাবাজি, জমি দখল, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিএনপি’র যদি কেউ নৈরাজ্যের সাথে জড়িত থাকে তাদেরকেও কোন ছাড় দেয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আলী হোসেন ভূঁইয়া,
মনোরঞ্জন মাস্টার, সাওঘাট পশ্চিম পাড়া মন্দিরের সভাপতি কালীপদ, জহিরুল, শরিফ, রুস্তম, নাজমুল সহ আরো অনেকে।