সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় খুন হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোক দিবস পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীগণ।
সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়।
কালো পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সভাপতি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন প্রমূখ।
কালো পতাকা উত্তোলন শেষে সকল আইনজীবীগণ কালো ব্যাজ ধারণ করেন। এর আগে মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পালন করা হয়।
এ ছাড়াও আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, সিনিয়র অ্যাডভোকেট বোরহান উদ্দীন সরকার, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, আইনজীবী সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক অ্যাডভোকেট রাসেল প্রধান, প্রভাষক অ্যাডভোকেট আবু রায়হান সহ অন্যান্য আইনজীবীগণ এ সময় উপস্থিত ছিলেন।