সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ১৬ কোটি মানষের দেশে সীমিত সম্পদকে কাজে লাগাতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ব্যতিত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাই দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষায় বৈপ্লবিক উন্নতি হয়েছে।
১৩ মে সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদ হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় এমপি আড়াইহাজার উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া এবং ৯২টি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম প্রদান করেন। এ ছাড়াও ৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন, পৌর মেয়র সুন্দর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক ভিপি মোজাম্মেল হক ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আকবর সিকদার, হাফেজা ও হালিমা পারভীন প্রমুখ।