রশুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে কৃষকদলের স্মরণ সভা ও দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের প্রয়াত সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার বাদ আসর বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে বন্দর উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও বন্দর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সেলিম মাহমুদের সঞ্চালনায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহামুদ ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন খাঁন, দপ্তর সম্পাদক শওকত খন্দকার ও বন্দর থানা কৃষক দলের আহবায়ক লিটন।

এ ছাড়া এসময় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অন্যদিকে দোয়া শেষে হান্নান মিয়াকে আহবায়ক ও রাসেল অভিকে সদস্য সচিব মনোনীত করে মদনপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি এবং কামাল হোসেনকে আহবায়ক ও মামুন শিকদারকে সদস্য সচিব মনোনীত করে মুছাপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বন্দর উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।