সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা সহ তারেক রহমানের বিভিন্ন মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায়ে আলোচনা সভাসহ মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব কাশিপুরের উত্তর নরসিংপুর এলাকার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারীর সভাপতিত্বে যুবনেতা হাবিবুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন রবি, সহসভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী দুলাল, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক আমির বেপারী, ফতুল্লা থানা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এমএ কাদির,জেলা মৎস দলের সহসভাপতি ফজলুর রহমান, বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি মহসিন বেপারী, বিএনপি নেতা ইমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কামাল বেপারী তার বক্তব্যে বলেন, বিগত সৈরাচার হাসিনার আমলে ঠিকমত বাড়িতে থাকতে পারতাম না। হামলা মামলার শিকার হয়ে বহু বছর ফেরারী জীবন কাটাতে হয়েছে। আর সন্ত্রাসীর গডফাদার শামীম ওসমান বিএনপিকে নিয়ে বড় বড় কথা বলতো। আর সেই শামীম ওসমানের দোসররা আমাদের নানা ভাবে হয়রানি করতো এবং আমার দলের নেতাকর্মী এলাকায় শান্তিতে থাকতে পারতো না। আজকে কোথায় সেই শামীম ওসমান, বোরকা পড়ে পালিয়ে গেছে। কোথায় শামীম ওসমানের সেই গর্জন, কোথায় সেই শামীম ওসমানের পালিত সন্ত্রাসীরা। সৈরাচার হাসিনা যেমন পালিয়ে গেছে এবং সাথে তার গুন্ডা বাহিনীও পালিয়েছে। সৈরাচার হাসিনার বাংলার মাটিতে আর ঠাই হবে না।
তিনি আরো বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল। আমরাও শান্তিতে রাজনীতি করতে চাই এবং জনগণের সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাসী দল হিসেবে খ্যাত আওয়ামী লীগের মত কর্মকান্ড করতে চাই না। আমরা ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে চাই।