সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সজীব দেবনাথ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত সজীব দেবনাথ বরগুনার সদর উপজেলার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের ছেলে। মিরপুরের একটি বেসরকারী কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে তিনি কর্মরত রয়েছে।
আটকরা হলেন- ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার রবি(১৭) ও সাজ্জাদ (১৮)।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে জেগে উঠে ও ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় রবি ও সাজ্জাদকে আটক করেন।
নিহতের বাবা আশুতোষ দেবনাথ জানায়, প্রায় দুই মাস পূর্বে তার ছেলে গ্রামের বাড়ী থেকে মিরপুর তার নিকট চলে আসে। প্রায় এক মাস পূর্বে কাচামালের আড়তে নতুন চাকরীতে যোগদানের কথা বলে সে ফতুল্লার পাগলায় চলে আসে। তবে শনিবার রাত ৪ টার দিকে পুলিশ মেবাইল ফোনে তার ছেলের মৃত্যু সংবাদ জানায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, তারা সকলেই মাদক সেবী। ওই রাতে মাদক সেবনের এক পর্যায়ে তাদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে মারামারি ও পরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজীব দেবনাথ মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।