ডেস্ক রিপোর্ট
দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সোনারগাঁয়ের সাংবাদিকরা।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি ফরিদ হোসেন, সমকালের প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম সুমন, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির প্রতিনিধির দ্বীন ইসলাম অনিক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ফারুক হোসেন, আজকের পত্রিকা ও ৭১ টিভির প্রতিনিধি শেখ ফরিদ, সাংবাদিক মোকাররম হোসেন মোল্লা মামুন, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি সজীব হোসেন, ভোরের পাতার প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক জাগরণের প্রতিনিধি এরশাদ হোসেন, সাংবাদিক মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, আনোয়ার হোসেন, শাহজালাল হোসেন, ফারুক হোসেন, আক্তার হোসেন, তুহিন আহমেদ, শাহিন সাকি, তৌরব হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, মো. রিপন, ফাহাদুল ইসলাম, পারভেজ হোসেন, ইয়াকুব হোসেন, সামির সরকার, কামরুল ইসলাম পাপ্পু, মাসুদ মিয়া, উজ্জ্বল হোসাইন মাসুম ও মোক্তার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় রয়েছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল ও নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।