সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে হত্যা মামলায় ১ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।
এর আগে গত ৪ আগস্ট সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় ৫ দিনের রিমাণ্ডের আবেদন করে সোনারগাঁও থানা পুলিশ।
১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে আশিক হত্যা মামলায় সামসুল ইসলাম ভুঁইয়াকে ৫ দিনের রিমাণ্ড প্রার্থনা করে পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
এর আগে ৯ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার ঢাকা মহানগর ডিবি পুলিশ। পরে তাকে সোনারগাঁও থানা পুলিশ আশিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।