সিদ্ধিরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মাঝে মামুন মাহামুদের শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দুস্থ অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ।

৯ ডিসেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ১০নং ওয়ার্ড এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহানগরীর ১০নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি নেতা লিয়াকত আলী লেকুর উদ্যোগে ওয়ার্ডের অসহায় দুস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অকিল উদ্দীন ভুঁইয়া, গাজী মনির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমূখ।