সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
৫ আগস্টের পর সিদ্ধিরগঞ্জের ইপিজেডে বস্ত্রপণ্য বাহী ১৩টি ট্রাক লুটের অভিযোগ ওঠেছিল মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শিল্পকল কারখানার ঝুট নিয়ন্ত্রণে নামেন তিনি। ইপিজেটে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিএনপির কৃষকদলের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি তৈয়ম হোসেন বাদী হয়ে কোর্টে মামলা করে দিয়েছেন সাহেদ আহমেদের বিরুদ্ধে। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল নীট কর্ণসান সহ অর্ধশত শিল্পকারখানার ঝুট ও কাচরা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন। অথচ সেই সজল ও সাহেদের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদল কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি রহস্যজনক কারনে।
উল্টো দেখা গেছে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে বাদ দিয়ে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন সজল ও সাহেদ। এত্তকিছুর পরেও উল্টো সাগর প্রধানকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল। তার বিরুদ্ধে অভিযোগ- সাগর প্রধান পৃথকভাবে মহানগর যুবদলের ব্যানারে কর্মসূচি পালন করেছেন এবং তার মিছিলে আওয়ামীলীগ সমর্থকদের দেখা যায়। যাদেরকে আওয়ামীলীগ সমর্থক বলা হয়েছে সেই দুই জাকির হোসেন বিএনপির পদ পদধারী সক্রিয় নেতা। তারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন।
যুবদলের নেতাকর্মীরা বলছেন, ঠুনকো অভিযোগে সাগর প্রধানকে শোকজ করা হলেও গুরুত্বর অভিযুক্ত সজল ও সাহেদের বিরুদ্ধে কেন কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করলো না কেন্দ্রীয় যুবদল? ৫ আগস্টের পর সজল ও সাহেদের বিতর্কিত কর্মকান্ড নিয়ে নারায়ণগঞ্জে বহুল প্রকাশিত গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। তাদের কর্মকান্ড নারায়ণগঞ্জের মানুষের কাছে কঠোর সমালোচিত হয়েছে। অথচ সজল ও সাহেদের প্রতি দরদ দেখিয়ে রহস্যজনক কারনে সাগর প্রধানকে শোকজ করলো কেন্দ্রীয় যুবদলের উচ্ছিষ্টভোগী নেতারা।
অন্যদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে কারন দর্শানো নোটিশ করেছে কেন্দ্রীয় যুবদল। নোটিশে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, সাগর প্রধান সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে তিনি কি বিষয়ে নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন তার কোনো উল্লেখ করা হয়নি নোটিশে।
৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশ সাগর প্রধানকে পাঠানো হয়। এই নোটিশ সাগর প্রধান পাওয়ার আগেই নোটিশে কপি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাহলে প্রশ্ন থেকে যায় কারো ইন্ধনেই কি সাগর প্রধানকে এই নোটিশ পাঠানো হলো? যারা নোটিশটি আগেই পেয়ে ফেসবুকে ছড়িয়েছেন।
নোটিশে সাগর প্রধানকে বলা হয় যে, আপনি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ৯ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়।
এই কারন দর্শানো নোটিশের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সাগর প্রধান এই সংবাদকর্মীকে পাল্টা প্রশ্ন রেখে বলেন, আমি গত ৫ আগস্টের পর কি এমন সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম করেছি বলুন তো? কারন সাংবাদিকরাই তো সবচেয়ে বেশি জানার কথা। এখন আমাকে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে। আমি কি বিষয়ে জবাব দিবো সেটাই খুঁজে পাচ্ছিনা।