এই লংমার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, দেশ রক্ষার লংমার্চ: সাগর প্রধান

সান নারায়ণগঞ্জ

ঢাকা টু আখাউড়া আগরতলা বিএনপির অঙ্গ সহযোগী তিনটি সংগঠনের লংমার্চ কর্মসূচি সফল করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাগর প্রধান বলেছেন, এই লংমার্চ কোনো রাজনৈতিক লংমার্চ নয়। এই লংমাচ হচ্ছে দেশ রক্ষার লংমার্চ। এই লংমার্চ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই লংমার্চ। আমরা পরাধীনতা চাই না। ১৯৭১ সালে বাঙালীর রক্তে দেশ স্বাধীন হয়েছে। দেশের ছাত্র সমাজ যুব সমাজ ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে পতন ঘটিয়ে ২য় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা ভারত কখনো মেনে নিতে পারে না। এই স্বাধীনতা না মানার কারনে আমাদের দেশে ভারত বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের আওয়ামীলীগ একবার রিক্সাওয়ালা বেসে আসে, আবার আনসার বেসে আসে, এবার ইসকন বেসে এসেছে। দেশের মানুষ যেভাবে হাসিনাকে বিতারিত করেছে সেভাবে এদেরকেও বিতারিত করা হবে।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সহযোগী সংগঠনের লংমার্চ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিটাগাংরোড এলাকায় পৌছান কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়ের লংমার্চের গাড়িবহরটি। ওই সময় কাঁচপুর সেতুর পশ্চিম পার্শে ব্যানার ফ্যাস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন সাগর প্রধান।

এ সময় লংমার্চের গাড়িগহরে প্রতিটা গাড়িতে ফলমুল সমৃদ্ধ হালকা নাস্তার প্যাকেট ও পানি তুলে দেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। এ সময় রাজপথে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে কেন্দ্রীয় যুবদলের নেতাদের স্বাগত জানান। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড শিমরাইল এলাকাটি।

ওই সময় সাগর প্রধান কেন্দ্রীয় নেতাদের সালাম ও হাত মিলিয়ে অভিবাদন জানান। এর আগে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে চিটাগাংরোড কাঁচপুর সেতুর সামনে রাস্তার এক পাশে অবস্থান নেন সাগর প্রধান। লংমার্চের গাড়িবহর কাঁচপুর অতিক্রম করার পর কাঁচপুর সেতুর নিচ থেকে মিছিলে মিছিলে শোডাউন করে মহাসড়কের দক্ষিণ পাশে এসে সমাবেশে বক্তব্য রাখার মাধ্যমে কর্মসূচি শেষ করেন সাগর প্রধান।

এ সময় যুবদলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম মুছা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ডালিম প্রধান, মহানগর যুবদলের সাবেক কমিটির নেতা তরিকুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সদস্য ও বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর যুবদলের সাবেক কমিটির নেতা সুমন প্রধান প্রমূখ।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এই কর্মসূচি। পরিকল্পনা অনুযায়ী, লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা করা হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হয় কর্মসূচি।

লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে এ দেশের দেশপ্রেমিক জনতা।

এ সময় তিনি ‌’জয়বাংলা’কে ভারতের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয় ও পশ্চিমবাংলার স্লোগান বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি ফুঁটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।