যুবদলের কেন্দ্রীয় নেতাদের সোনারগাঁয়ে শোডাউন দিয়ে স্বাগত জানালো সজীব

সান নারায়ণগঞ্জ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া আগরতলা অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সহযোগী সংগঠনের লংমার্চ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। এ ছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়েও সেখানে অবস্থান নেন।

১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর এলাকায় পৌছান কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়ের লংমার্চের গাড়িবহরটি। ওই সময় কাঁচপুর সেতুর পূর্ব পার্শে ব্যানার ফ্যাস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন খাইরুল ইসলাম সজীব।

এ সময় লংমার্চের গাড়িগহরে প্রতিটা গাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের নেতাকর্মীরা। এ সময় রাজপথে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে কেন্দ্রীয় যুবদলের নেতাদের স্বাগত জানান। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকাটি।

ওই সময় খাইরুল ইসলাম সজীব কেন্দ্রীয় নেতাদের সালাম ও হাত মিলিয়ে অভিবাদন জানান। এর আগে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে কাঁচপুর সেতুর সামনে রাস্তার এক পাশে অবস্থান নেন সজীব।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এই কর্মসূচি। পরিকল্পনা অনুযায়ী, লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা করা হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হয় কর্মসূচি।

লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে এ দেশের দেশপ্রেমিক জনতা।

এ সময় তিনি ‌’জয়বাংলা’কে ভারতের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয় ও পশ্চিমবাংলার স্লোগান বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি ফুঁটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।