রাজনৈতিক আদর্শিক কারণে আমার ঘাড়ের রগ একটা বাকা: আশা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের নগরীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালী সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশ।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দরের ২৩নং ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা ১৭ বছরের করুণ পরিস্থিতি তুলে ধরে বলেন, আমি যখন ছাত্রদল করতাম মায়ের কথার অবাধ্য হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হরতালে যেতাম এবং রাজনৈতিক স্বার্থে আমি বেয়াদব, রাজনৈতিক আর্দশিক কারণে আমার ঘাড়ের রগ একটা বাকা আছে। অনেক বাধা উপক্ষো করে অনেকে যখন আরামে ছিলেন তখন আমি জেল খেটেছি। যারা আরাম আয়েশে ছিলেন তখন আমি পালিয়ে বেড়াতাম, নিজের রান্না নিজে করে খেতাম।

তিনি বলেন, আল্লাহ বলছে হকে থাকতে, আল্লাহ বলে নাই যেখানে বেশি শক্তি আছে সেখানে থাকতে। আপনারা যদি মনে করেন আমি হকে আছি, তাহলে আমার সাথে থাকবেন। আপনারা জানেন আমি রাজনীতি করি আমার নিজস্ব কর্মী নিয়ে, আমার ভাই যারা আছেন, তারা আমার একেকটা কর্মী আমার ভাই। এটি আমার সৌভাগ্য আমি কিন্তু কর্মী পৈত্রিকসূত্রে পাইনি, এখানে যারা আমার কর্মী আছে তারা আপনাদের বয়সে ছোট এটি আমার অর্জন।

আশা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম বিজয় র‌্যালি করতে যাচ্ছি। বিজয় র‌্যালিতে নারায়ণগঞ্জের ইতিহাসে সব চেয়ে বড় বিজয় র‌্যালি করার ঘোষণা দেন তিনি এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ নগরীতে ইতিহাসের সব চেয়ে বড় বিজয় র‌্যালী করার ঘোষণা করে দলীয় সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সোহেল, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন কাজল, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক সাইফ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলতাব, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউয়ূম।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিরাজউদ্দীন দর্পণ, শাহিন আহমেদ সৌরভ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, বন্দর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সেলিম মাহমুদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমান সরদার, সজিব খান, সদস্য নাছির উদ্দিন রিয়াদ, মানিক, রিয়াজুল রহমান বাপ্পী, শিপলু, বন্দর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয়, ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিএনপির নেতা আল আমিন, ডক্টর সজিব, তোফাজ্জল, সাহিদ, সানাউল্লাহ, আশরাফুল, মোহাসিন, জনি প্রমূখ।