সান নারায়ণগঞ্জ
জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জনসভার মাধ্যম ব্যাপক শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল।
১১ ডিসেম্বর বুধবার বিকেলে নগরীর চাষাড়া থেকে মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদিক্ষণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে র্যালীটি শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ ও নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এ সময় বর্ণাঢ্য র্যালীতে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, মহানগর কৃষক দল নেতা মাসুদ আহমেদ, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাধারণ সম্পাদক রানা মুন্সী, কৃষকদল নেতা মামুন খন্দকার, মাসুদ, বন্দর থানা কৃষক দলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক শান্ত, বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক সেলিম প্রমুখ।