‘টিটু ও রিয়াদ চৌধুরীর নেতৃত্বেই ফতুল্লা থানা বিএনপির মুলধারা পরিচালিত’

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য, ঐক্যবদ্ধ রাজনীতির গুরুত্ব এবং সুসংগঠিতভাবে বিজয় র‍্যালি সফল করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার তার বক্তব্যে দলের আভ্যন্তরীণ সমন্বয় এবং অঙ্গ সংগঠনের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি অতীতের কিছু সদস্যদের কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন এবং নতুন সদস্যদের ভূমিকা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। টিটু ও রিয়াদ চৌধুরীর নেতৃত্বেই বিএনপির মুলধারা পরিচালিত, এর বাহিরে আর কোনো ফতুল্লা থানা বিএনপি নাই।

সভাপতির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, তাদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। নতুনদের আনা হলেও, তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তবেই দলে অন্তর্ভুক্ত করতে হবে।”

প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেন, “১৬ ডিসেম্বরের বিজয় রক্তের বিনিময়ে অর্জিত। এই বিজয় রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসন্ন বিজয় দিবসের র‍্যালি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভায় ফতুল্লা থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি হানিফ শেখ, বক্তবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুমন আকবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফতুল্লা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন।