সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ইসকন নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করেছে ‘ভয়েস অব ল’ইয়ারস অব বাংলাদেশ’ নামে আইনজীবীদের একটি সংগঠন। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে শুরু হওয়া রোড মার্চটি ফেনী, কুমিল্লা, চৌদ্দগ্রাম ও মীরসরাইয়ে পথসভা শেষে এ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির চিফ- কো অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান বলেন, আজকের রোডমার্চ আমাদের করতে বাধ্য করেছে। যারা গুজরাটের কসাই মোদির অনুসারী তারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম থাকতে দিতে চায় না। ভারতীয় র এর এজেন্ট ইসকন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্তমান সময়ে ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা বিভিন্ন উস্কানিমূলক কর্মসূচি পালন করেছে।
আশরাফ-উজ-জামান বলেন, এদেশে সকল শ্রেণির মানুষ বিশেষ করে ইসলামি ব্যক্তিরা পর্যন্ত পূজামন্ডপ পাহারা দিয়ে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তা অতীতে কোন নজির নেই। বাংলাদেশে ঐতিহ্য রয়েছে। শত বছরের ঐতিহ্য রয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছি। আমাদের অনেক সংগঠন রয়েছে, এরা সাম্প্রদায়িক বক্তব্য দেয় না। অথচ ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসকন আমাদের জাতীয় পতাকা অবমাননা করছে। তাদের আমরা বরদাস্ত করতে পারিনা। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসকন। তাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আমাদের পরিবারের সদস্য আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে তাকে আদালত থেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। ইসকন সন্ত্রাসী সংগঠন।
তিনি চট্টগ্রাম বারের আইনজীবীদের ভূমিকার প্রশংসা করে বলেন, আইনজীবীরা দুঃসময়ে জাতির পক্ষে দাঁড়িয়েছে। আইনজীবী আলিফ একজন বীর। যুগ যুগ ধরে তিতুমীরের মত সে আমাদের মাঝে বেঁচে থাকবে। এই অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে আপনারা আমদের সাথে থাকবেন। সেখানে আরও বক্তব্য রাখেন আইনজীবী ড. তৈমুর আলম খন্দকার, শামসুল আলম, ব্যরিস্টার মো. তাজ প্রমুখ।