সান নারায়ণগঞ্জ
১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজ এর স্মৃতিসৌধের সামনে সরকারি তোলারাম কলেজ “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্মৃতি সংসদের অন্যতম সংগঠক সাইদুর রহমান, রাইসা ইসলাম, সিয়াম হাওলাদার, মিম আক্তারসহ নেতৃবৃন্দ।
মোমবাতি প্রজ্বলনে আরো উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক ফারদিন শেখ, নাজমুল ইসলাম, রোহান ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, “তারুণ্যের চব্বিশ” এর সংগঠক জান্নাতুল ফেরদৌস নিসা, মিম আক্তার সহ তোলারাম কলেজ এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা।
সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে এইটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। ৩০ লক্ষ্য জীবনের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার পর এই ৫৩ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন এখনো ঘটেনি। গত ৫ই আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা তৈরী হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সাম্য, নাগরিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই।
সাইদুর রহমান আরও বলেন, আমরা বর্তমানে একটি মহল কে দেখবো তারা ৭১ এর ইতিহাসকে মুছে দিতে চায়। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের সার্বভৌমত্বের ইতিহাস। এই ইতিহাসকে যারা মুছে দিতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। তারাই এসময়ের ফ্যাসিবাদী শক্তি। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শক্তির ঠাই দিবো না আমরা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সকল ফ্যাসিবাদী শক্তিকে রুখে দেয়ার একমাত্র পথ আমাদের ঐক্যবদ্ধতা। আমরা “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।