সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানামনগরীর এক নারী রেল সড়ক দুর্ঘটনায় হাত ও পা হারিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত এই খবরে সেই নারীর জন্য হুইলচেয়ার নিয়ে ছুটে গেছেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। আহত ওই নারী পানামনগরীতে ভাড়ায় বসবাসরত রিক্সাচালক সবুজ মিয়ার সহধর্মিনী।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ৪বারের ভোটে নির্বাচিত কাউন্সিলর। করোনাকালে ত্রাণ সহায়তা, লাশ দাফন কাফনের ব্যবস্থা ও করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থাসহ নানা কর্মকান্ডে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছিলেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি।
১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকায় বেসরকারি টেলিভিশন ডিভিসি টেলিভিশনের সংবাদের মাধ্যমে জানতে পারেন সোনারগাঁও পৌরসভা এলাকার পানাম নগরের ভাড়াটিয়া সবুজের স্ত্রী কিছুদিন আগে রেল দুর্ঘটনায় হাত-পা হারিয়ে হুইল চেয়ারের অভাবে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তাই মানবিক ডাকে সাড়া দিয়ে তিনি একটি হুইল চেয়ার নিয়ে তার ভাড়া বাসায় যান।
এসময় তিনি আহত মিনারা খাতুন ও তার স্বী সবুজ সহ তার সন্তানদের সাথে তাদের মানবেতর জীবনযাপনের কথা শুনেন। তার আরো সাহায্যের আশ্বাস দেন।
খোরশেদ বলেন, ‘ডিভিসি টেলিভিশনের মাধ্যমে গতকাল রাতে রিকশা চালক সবুজের পরিবারের অসহাত্বের বিষয় টা জানতে পেরে টিম খোরশেদের পক্ষ থেকে একটি হুইল চেয়ার নিয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি’। সমাজের বিত্তবানরা এই গরীব পরিবারটির পাশে এসে দাঁড়াবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।