এসপি হারুনের হস্তক্ষেপ: সিদ্ধিরগঞ্জে নিখোঁজ দুই যুবকের সন্ধান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের হস্তক্ষেপে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সেই দুই যুবকের সন্ধান মিলেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বাহিনী থেকে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রুমন জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদা পোশাকে ডিবি পরিচয়ে মোবাইলের দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও স্টাফ জুয়েল বেপারীকে (২০) তুলে নিয়ে যাওয়া যায় হয়। গত ১৩ মে সোমবার দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বদরুদ্দীন শপিং টাওয়ারের নিচতলার আকাশ টেলিকম দোকান হতে উল্লেখিত ব্যক্তিদের নিয়ে যায় সাদা পোশাকে ডিবির পরিচয়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিখোঁজ আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন পারভেজ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে অবহিত করেন।

অতপর পুলিশ সুপারের নির্দেশক্রমে উক্ত ভিক্টিমদেরকে খোঁজে বের করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে ওঠে। সেই আলোকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অত্র জেলার ডিবি সহ আসেপাশে সকল জেলার থানা পুলিশকে এবং ডিএমপির ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিটকে অবহিত করেন ও বেতার বার্তা প্রদান করা হয়।

সেই বেতার বার্তার আলোকে জানা যায়, সাইদ আহমেদ খান আকাশ ও স্টাফ জুয়েল বেপারীকে মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) এর একটি টিম তাদের নিয়মিত অভিযানের অংশ বিশেষ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপারেশন চালায়। সেখান থেকে সাইদ আহমেদ খান আকাশ ও স্টাফ জুয়েল বেপারীকে জিজ্ঞাসাবাদের নিমিত্তে নিয়ে যায়।

ডিএমপি এর কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) উল্লেখিত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট অপরাধের সাথে সম্পৃক্তা না থাকায় উল্লেখিত ব্যক্তিদের তাদের অভিভাবকদের নিকট জিম্মায় প্রদান করেন। মূলত কোন অপহরণের ঘটনা ঘটেনি।