বিজয় দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় তৈমূর আলমের দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে দোয়া পালন করেছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

১৬ ডিসেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী খন্দকার বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গকে নিয়ে তৈমূর আলম খন্দকার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পালন করা হয়।

এ সময় উল্লেখ্যযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার, আব্দুল হাই তালুকদার, জয়নাল আবেদীন মোল্লা, কামাল খান প্রমূখ।