এসএম আকরাম উন্নত চিন্তার রাজনীতিবিদ ছিলেন: তৈমুর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক, আওয়ামীলীগের সাবেক এমপি ও বর্তমানে নাগরিক ঐক্যের অন্যতম উপদেষ্টা এসএম আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ড. তৈমুর আলম খন্দকার।

১৬ ডিসেম্বর সোমবার গণমাধ্যমে এক বিবৃতি দেন তৈমুর আলম খন্দকার। বিবৃতিতে তৈমুর আলম খন্দকার বলেন, এসএম আকরাম উন্নত চিন্তার রাজনীতিবিদ ছিলেন। উনার মত রাজনীতিবিদ দেশের জন্য বড় প্রয়োজন।

তৈমুর আলম আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে তিনি আমাকে সহযোগীতা করেছিলেন এবং আমার পাশে ছিলেন। আমি উনার প্রতি কৃতজ্ঞ। মহান সৃষ্টিকর্তা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

এ ছাড়াও তৈমুর আলম খন্দকার রাজনীতিক এসএম আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এখানে উল্লেখ্যযে, সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এমপি এসএম আকরাম।