সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলাবাসীর শান্তিতে ঈদ উদযাপনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ নানা পদক্ষেপ নিয়েছেন। যার মধ্যে কঠোর অভিযানও চলবে। নারায়ণগঞ্জের মানুষ যেনো এই পবিত্র রমজান মাসে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে বিষয়ে জেলা পুলিশের বিভিন্ন টিম কাজ করছেন। চুরি ছিনতাই ডাকাতি পকেটমার প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও অভিযান জোরদার করেছেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রুমন জানান, গত ৭ মে হতে ৩১ মে পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিতে চলাফেরা করতে পারে এবং নারায়ণগঞ্জ শহরকে আরো নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার লক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেব ডিবি পুলিশ সহ জেলা পুলিশের অন্যান্য সকল থানা কর্তৃক অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, এ ছাড়াও যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও মহাসড়কে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত কল্পে জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক বিশেষ প্রোগ্রাম করা হয়েছে। সমস্ত নারায়ণগঞ্জ জেলার সকল সড়ক ও মহাসড়কগুলোকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরকে ২টি করে সব সেক্টরে ভাগ করা হয়েছে। উক্ত প্রোগ্রামে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ সম্বন্বয় করে কাজ করছে বলেও জানায় জেলা পুলিশ।