সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
১৬ ডিসেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়ার বিজয়স্তম্ভে আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আইনজীবীগণ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনজীবী ব্যানারে হাতে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম হোসেন, আইন কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, অ্যাডভোকেট সামসুল আরেফীন টুটুল, অ্যাডভোকেট জুবের আলম জীবন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ভুঁইয়া, অ্যাডভোকেট জাহিদুর রহমান মুক্তা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট সালমা আক্তার তানিয়া, অ্যাডভোকেট কেএম সুমন সহ অন্যান্য আইনজীবীগণ।