আড়াইহাজারে পারভীন আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ও মহিলা নেতৃবৃন্দদের নিয়ে একটি বিশাল বিজয় র‌্যালী বের করেন।

১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় আড়াইহাজার থানার সামনে থেকে বিজয় র‌্যালিটি নিয়ে বের হয়ে সকল শহীদদের স্মরণে শহিদ মিনারে ফুল অর্পণ করেন এবং বিজয় র‌্যালিটি দিঘীরপাড় হতে বাঘা নগর স্টেডিয়ামের মাঠ প্রাঙ্গন হয়ে দিঘীরপাড় এসে বিজয় র‌্যালিটি শেষ হয়।

এসময় বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন আড়াইহাজারের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ জনগণ। মিছিল চলাকালে পারভীন আক্তার বলেন, গত ১৬ বছর অন্যায় অত্যাচার মামলা হামলার শিকার হয়েছি কখনো রাজপথ থেকে সরে যাননি তিনি এককভাবে মাঠে রয়েছেন ও সাধারণ জনগনের পাশে রয়েছেন।

তিনি এসময় আরোও বলেন, গত ৫ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচূত ফ্যাসিস সরকার শেখ হাসিনা ভারতে বসে নতুন নতুন প্ল্যান করছে।আওয়ামীলীগের পেতত্মারা এখনো জায়গায় জায়গায় রয়ে গেছে এবং এরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে। আমারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে ঐকব্দ হয়ে তাদেরকে শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ।

সূত্র: যুগের নারায়ণগঞ্জ