ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের পলাতক সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, তারা কাশি দিয়ে ধমক দিয়ে নারায়ণগঞ্জ খালি করতে চেয়েছিল। অথচ আমাদের হাঁচি, কাশি কিছুই দিতে হয়নি। তারা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ তারা নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করেছিল। এ শহরকে তারা লুটপাট করে খেয়েছে। তাই সকল শ্রেনীর মানুষ এই স্বৈরাচারের গডফাদারের বিরুদ্ধে মাঠে নেমে তাদের প্রতিহত করছে।
১৬ ডিসেম্বর সোমবার বিকেলে ফতুল্লা থানাধীন মাসদাইর ঈদগাহ মাঠে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিজয় র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মশিউর রহমান রনি এসব কথা বলেন তিনি। এ সময় সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর বিশাল র্যালি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া পর্যন্ত প্রদক্ষিন করে।
মশিউর রহমান রনি আরো বলেন, যুবদলকে ধ্বংস করতে নারায়ণগঞ্জের একটি ছিঁচকে চোর যার সন্তান এলাকায় ছিনতাই, ডাকাতির হোতা সেই অয়ন ওসমানের বাবা শামীম ওসমানের সকল অপকর্মের বিরুদ্ধে দোলন, টিপু, খালেক ভাইরা রাজপথে ছিল। নিজের জীবন বাজি রেখে, পরিবারের কথা না ভেবে মাটিতে ঝাঁপিয়ে পড়েছিল। তারেক রহমান এ মানচিত্র রক্ষা করতে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের মাঠে নামিয়ে হাসিনার বিদায় নিশ্চিত করেছেন। বিগত সতেরো বছর আমরা নারায়ণগঞ্জে থাকতে পারিনি। আমাদের বাড়ি ছাড়া করা হয়েছিল। বাড়ি ছাড়া হলেও আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি।
সুত্র: যুগের নারায়ণগঞ্জ