ফতুল্লা থানা বিএনপির বিজয় র‌্যালীতে সিরাজ-মানিকের নেতৃত্বে যোগদান

সান নারায়ণগঞ্জ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির আয়োজিত বিজয় র‌্যালীকে সফল করার লক্ষ্যে এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন। ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিকের নেতৃত্বে বিশাল নিয়ে যোগদান করে।।

১৬ ডিসেম্বর সোমবার সকালে ফতুল্লার শাসনগাঁওস্থ বিসিক এলাকা হতে মিছিল নিয়ে ফতুল্লা ডিআইটি মাঠে গিয়ে সমবেত হন।

এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিজয় র‌্যালীর আহবান করেন। তাদের ডাকে সারা দিতে বিজয় র‌্যালী সফল করতে এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ব্যাপক প্রস্তুতি নেয়। সিরাজুল ইসলাম ও মানিকের নেতৃত্বে ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী তা জানান দিতে ঐক্যবদ্ধ হয়ে বিশাল মিছিল নিয়ে বিজয় র‌্যালীতে যোগদান করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা, বিএনপি নেতা আকরাম, রায়হান সরদার, রাকিব হোসেন, আফজাল, রবিন, জুম্মন, যুবদল নেতা পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।