সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বিশিষ্ট রাজনীতিক, সমাজ সেবক ও রোটারিয়ান দিদার খন্দকার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালী ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৬ ডিসেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীতে বিজয় র্যালীর মাধ্যমে চাষাড়া বিজয়স্তম্ভে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্যযে, রোটারিয়ান দিদার খন্দকার মহানগর বিএনপির বৃহত্তর অংশের অনুমোদিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদেও রয়েছেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও শহর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।