সোনারগাঁয়ে জিয়াউল ইসলাম চয়নের বিজয় র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সান নারায়ণগঞ্জ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালী ও শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন।

১৬ ডিসেম্বর সোমবার সকালে সোনারগাঁও পৌরসভাধীন এলাকা থেকে শত শত নেতাকর্মীদের নিয়ে বিজয় র‌্যালী বের করেন বিএনপি নেতা জিয়াউল ইসলাম চয়ন। এ সময় নেতাকর্মীরা হাতে ব্যানার ফ্রাস্টুন নিয়ে নানা শ্লোগান দেন।

পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয়স্তম্ভে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জিয়াউল ইসলাম চয়ন।