সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের জন্মদিনে কেক কেটে ও দোয়া পালনের মাধ্যমে পালন করেছেন আইনজীবীরা।
১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় এই কেককাটা ও দোয়া পালন করা হয়। দোয়া শেষে কেক কাটা হয়। মোনাজাত পরিচালনা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান, আবুল কালাম আজাদ জাকিরের সহধর্মিনী অ্যাডভোকেট মাকসুদা আক্তার রুমী, অ্যাডভোকেট সামসুল আরেফীন টুটুল, অ্যাডভোকেট সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, অ্যাডভোকেট কামাল হোসাইন, অ্যাডভোকেট বাহাউদ্দীন সহ অন্যান্য আইনজীবীগণ।