ডেস্ক রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, দলের মধ্যে ‘দুষ্ট’ লোকদের কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে। ১৮ ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতিতে আয়োজিত বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
তারেক রহমান বলেন, “আজকের কর্মশালায় প্রায় ৩ হাজার মানুষ অংশ নিয়েছেন। আমি চোখ বন্ধ করে বলতে পারি, প্রত্যেকের নামে একটি করে হলেও মিথ্যা মামলা আছে। আপনারা তাদের হাতুড়ি হেলমেট বাহিনী দ্বারা অত্যাচার নির্যাতিত হয়েছেন। বাড়িতে থাকতে পারেননি, পালিয়ে বেড়াতে হয়েছে। এত নির্যাতনের পরও আপনারা জনগণের পক্ষে কথা বলেছেন। তাহলে এখন কেন এমন কাউকে সুযোগ দিবেন, যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনাদের কষ্টে পানি ঢেলে দিবে। কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের কষ্টে পানি ঢেলে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “পারিবারিক দুষ্ট লোকদের ‘টাইট’ দিয়ে রাখতে হয়, যাতে তারা দলের ক্ষতি করতে না পারে। দলের ভেতরেও এমন লোক থাকতে পারে, যাদেরকে ‘টাইট’ করে রাখতে হবে।”
কর্মশালায় তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে বহু বিএনপি নেতা-কর্মী খুন হয়েছেন। দলের বহু নেতাকর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এসব অত্যাচারের জবাব ৩১ দফা সফল করার মাধ্যমে দেওয়া হবে। শহীদ জিয়া, খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য যা করতে চেয়েছিলেন, সেই কাজগুলো সফল করার মাধ্যমে স্বৈরাচারদের জবাব দেওয়া হবে।”
বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। কিন্তু ভোটের আস্থা আমাদের অর্জন করতে হবে। আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। আগামী নির্বাচনে মানুষ জানতে চায় আপনি কী করবেন। এখন শুধু কথায় চিড়া ভিজবে না, আপনাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে।”
কর্মশালার প্রথম অধিবেশন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবারের’ কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমূখ।
এছাড়াও কর্মশালায় আরও অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এইচএম আনোয়ার প্রধান, রাশিদা জামাল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমদে, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক খন্দকার এনামুল হক স্বপন সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সূত্র: যুগের নারায়ণগঞ্জ