সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার হাত ধরে জাতীয়পার্টির রাজনীতিতে আসেন সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন। গত ১৪ নভেম্বর বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন ফারুক আহমেদ তপন। এই ঘটনায় সোনারগাঁয়ে বিএনপির রাজনীতিতে কঠোর সমালোচনার ঝড় ও তোলপাড় শুরু হয়েছে। সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা ফারুক আহমেদ তপনকে মেনে নিতে পারছেন না।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এক সময় বিএনপির রাজনীতিতে থাকলেও গত ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ফারুক আহমেদ তপন বিএনপির সঙ্গে বেঈমানী করে জাতীয়পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার হাতে ফুল দিয়ে তার অনুসারীদের নিয়ে জাতীয়পার্টিতে যোগদান করেছেন। আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল জাতীয়পার্টিতে যোগদান করে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করেছেন তপন গংরা। আওয়ামীলীগের দোসর জাতীয়পার্টি সোনারগাঁয়ে দশ বছর এমপি থাকাকালীন সময়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপিকে নির্যাতনকারী আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজনকে নিয়ে সোনারগাঁয়ে রেজাউল করিমের পদচারণা মেনে নিতে পারছেনা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীদের আরো অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির সাফ নির্দেশনা রয়েছে আপাতত অন্য কোনো দলের নেতাকর্মী কিংবা কোনো অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে যোগদান করানো যাবে না। কিন্তু রেজাউল করিম সেই নির্দেশ অমান্য করে জাতীয়পার্টির সোনারগাঁও পৌরসভা শাখার সহ-সভাপতি ফারুক আহমেদ তপনকে রেজাউল করিম বলয়ে যোগদানকে বিএনপিতে যোগদান বলে চালিয়ে দেয়া হচ্ছে। সোনারগাঁও উপজেলা কিংবা পৌরসভা বিএনপি তপনকে বিএনপিতে যোগদান করাননি।
এদিকে গত ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়স্তম্ভে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে সেখানে রেজাউল করিম অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। ওই হামলার নেতৃত্বদানকারীদের মধ্যে ফারুক আহমেদ তপন অন্যতম ছিলেন বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানও স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজন রেজাউল করিমের পক্ষ নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে বেশকজন নেতাকর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে যুবদল কর্মী রতন গুরুত্বর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।