শীর্ষ নেতাদের ব্যর্থতায় সোনারগাঁয়ে যুবদলের আহ্বায়ক কমিটির ৫ বছর!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়ার ব্যর্থতার কারনে ৫ বছর ধরে চলছে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি। বছর খানিক সময় শীর্ষ এই দুই নেতা একজোট হয়ে বিভিন্ন ইউনিয়নে যুবদলের কমিটি গঠন করলেও পরবর্তীতে তাদের মাঝে বিরোধ দেখা দিলে বিচ্ছিন হয়ে পড়ে যুবদলের ঐক্যবদ্ধ কার্যক্রমে।

উপজেলা যুবদলের অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের মাঝেও কোনো সমন্বয় নাই। জেলা যুবদলের শীর্ষ নেতাদের মাঝেও একই দশা। গেল কয়েক বছর ধরে ‍উপজেলা যুবদলের ঐক্যবদ্ধ কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। কমিটির আহ্বায়ক স্বপন এখন সোনারগাঁয়ের রাজনীতি ছেড়ে সিদ্ধিরগঞ্জের রাজনীতিতে বেশি সক্রিয়।

গেল বছরের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। সাদেকুর রহমান সাদেককে আহ্বায়ক, মশিউর রহমান রনিকে সদস্য সচিব ও খাইরুল ইসলাম সজীবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের পরপরই সাদেক ও সজীবের সঙ্গে বিরোধে জরিয়ে পড়েন রনি। জেলা যুবদলের মতই দশা হয়েছে সোনারগাঁও উপজেলা যুবদলে।

২০২০ সালের ৭ মার্চ সোনারগাঁও উপজেলা ও সোনারগাঁও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। কমিটি ঘোষণার পরে উপজেলা যুবদল কয়েকটি উনিয়ন কমিটি গঠন করে। পৌর যুবদলও তাদের আওতাধীন বেশকটি ওয়ার্ড কমিটি গঠন করে। বছর খানিক একজোট হয়ে নেতারা রাজনীতি করে আসলেও পরবর্তীতে নেতারা পৃথকভাবে রাজনীতি শুরু করেন।

উপজেলায় যুবদলে সাংগঠনিক কোনো কার্যক্রম নাই। শীর্ষ নেতারা এককভাবে রাজনীতি করে আসছেন। যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন জেলা যুবদলের সঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসলেও সোনারগাঁয়ের যুবদলের রাজনীতি থেকে দূরে সরে যান। এভাবে তারা উপজেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ করণের কার্যক্রমে কোনো অগ্রগতি দেখাতে পারেননি।

জানাগেছে, ২০২০ সালের মার্চ শহিদুর রহমান স্বপনকে আহবায়ক ও আশরাফ ভূইয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩২ সদস্যের সোনারগাঁ উপজেলা যুবদল এবং অ্যাডভোকেট সাদ্দাম হোসেনকে আহবায়ক ও মফিজুর রহমান সোহেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যে সোনারগাঁ পৌর যুবদলের কমিটির অনুমোদন দেন তৎকালীন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

উপজেলা যুবদলের কমিটির বাকীরা হলেন যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফুল আলম প্রধান, আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, কামাল হোসেন, রাসেল রানা, আব্দুল আলী, কাওসার হোসেন, আমির হোসেন, মোঃ কাওসার ও আবু তাহের। সদস্য মাসুম রানা, নিজাম উদ্দিন, শাহিন আলম জুবায়ের, আমজাদ হোসেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াসিন, ইউনুস মিয়া, সুমন মিয়া রান্টু, মোঃ আতাউর রহমান, মোফাজ্জল হোসেন হিমেল, মকবুল হোসেন, নোবেল মীর, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম, খ রেজাউল, অলিউর রহমান, শাহ আলম ও আল আমিন মোল্লা।

অপরদিকে সোনারগাঁও পৌর যুবদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক জাহের আলী, শরিফুল ইসলাম শ্যামল, আবু সাইদ, মনিরুজ্জামান মন্টু, সৈকত হোসেন, মাসুদুর রহমান মিন্টু, আজহারুল ইসলাম, হযরত আলী রানা, জসীমউদ্দীন ও মো: আলামিন। সদস্য পদে জাকির হোসেন, আশরাফুল ভুঁইয়া রিপন, আবু তাহের মিয়া, মোহাম্মদ হান্নান, পিয়ার হোসেন, জুলহাস মিয়া, ওয়াহিদুজ্জামান বকুল, এনামুল হক বাবু, মো: ইমরান, মোবারক হোসেন, মজিবুর রহমান, সজিব মিয়া, শহিদ মিয়া, মনির হোসেন, সুমন মিয়া, ওসমান মিয়া, ইমরান হোসেন বাবু ও আনোয়ার হোসেন।