সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর চরে নিরিহ মানুষের জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।
জানাযায়, উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালামত উল্লাহ ওরফে সালামত এবং তার কয়েকজন সহযোগী গত ১৫ দিন যাবত কালাপাহাড়ীয়া মেঘনা চরের পশ্চিম পাশে খাল সংলগ্ন এলাকায় নিরিহ মানুষের জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নিজের বাড়ি ভরাট সহ অন্যত্র বিক্রি করছেন। এভাবে বালু উত্তোলনের ফলে আশে পাশের বাড়ি- ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এমনিতেই কয়েক বছরে মেঘনা নদীর ভাঙ্গনে ওই ইউনিয়নের অনেক পরিবার ভিটি ছাড়া হয়েছে। বিএনপি নেতা সালামত এবং তার সহযোগী কালাপাহাড়িয়ার আনোয়ার হোসেন দিপু, বাবু গাজী, সুজন এবং রাধানগর গ্রামের হারেজ আলির জোরপূর্ব এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে বাধা দিতে সাহস পাচ্ছে না এলাকার সাধারণ লোকজন। তাই তাদের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে এলাকাবাসীকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক জমির মালিক বলেন আমার জমি থেকে কয়েকদিন যাবত তারা জোরপূর্বক বালু উত্তোলন করছে আমি তাদের বাধা দিতে সাহস পাচ্ছি না বাধা দিলেই হামলা, মামলার স্বীকার হব। সালামত বালু ভরাটের কথা স্বীকার করে বলেন মাত্র বসাইছি।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ২১ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ড্রেজারটি বন্ধ করে দিয়ে আসছে। তারপরও যদি চালু করে থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।