সান নারায়ণগঞ্জ
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে ছাড় দিবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন যুবদল। এই ইউনিয়নে কেউ যদি যুবদলের নাম ভেঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজি করবে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। এমনকি কেউ যুবদলের নাম ভেঙ্গে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকলে তাদের দায়ভার এনায়েতনগর ইউনিয়ন যুবদল নিবে না।
২৩ ডিসেম্বর সোমবার সন্ধায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক খাইরুল আলম জসিম এক বিবৃতিতে এমন হুশিয়ারী দিয়েছেন।
মনির ও জসিম তাদের বিবৃতিতে বলেছেন, গত ৫ আগস্ট সৈরাচার হাসিনা সরকারের পতনের পর এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি তথা যুবদলের নাম ভেঙে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করছে। এতে করে দলের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। যার কারনে এসব সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে তারেক রহমান কঠোর ভাবে হুশিয়ারী করলেও তারা তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা তারেক রহমানের নির্দেশকে সম্মান জানিয়ে আমার ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের কঠোর ভাষা বলতে চাই যুবদলের নাম ভেঙে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজি সহ মাদক ব্যবসার সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে তাদের কোন ছাড় দেয়া হবে না। তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়ার আহবান করা হয়।
তারা আরো বলেন, যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তারেক রহমানের নির্দেশ পালন করতে না পারেন তাহলে আপনাদের বিএনপির রাজনীতি করার কোন অধিকার নেই। বিএনপি হলো একটা শান্তিপ্রিয় দল। এই দলের রাজনীতি করতে হলে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে পারবে না। বিশেষ করে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কেউ সন্ত্রাসী চাঁদাবাজি এবং দখলবাজি করার প্রমান পেলে কোন প্রকার ছাড় দেয়া হবে না এবং ঐ অপরাধীর দায়ভার এনায়েতনগর ইউনিয়ন যুবদল নিবে না।