সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিকুর রহমানের মৃত্যুতে দোয়া মাহফিল করেছে জেলা আইনজীবী সমিতি।
২৩ ডিসেম্বর সোমবার দুপুর বারোটায় আইনজীবী সমিতির নিচ তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের পরিচালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুন নয়ন সহ বিপুল সংখ্যক আইনজীবী।
দুপুর দুটার দিকে নারায়ণগঞ্জ কোর্টপাড়ায় আনা হয় মরহুমের লাশ। সেখানে তার জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়িতে নেয়া হয়। অ্যাডভোকেট শফিকুর রহমানের মৃত্যুতে ২৩ ডিসেম্বর সোমবার পূর্ণ দিবন কর্মবিরতি পালন করে শোক প্রকাশ করেছেন সকল আইনজীবীরা।