সোনারগাঁয়ে মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকায় “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক সেবন না করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি” এ স্লোগানকে সামনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ ও র‌্যালীর আয়োজন করেন-রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টুরিস্ট পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক পিপিএম, নারায়ণগঞ্জ জোন টুরিস্ট পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) আল আমিন তুষার, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম খাঁন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, বাবুল হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মিঠু প্রমুখ। এসময় মাদক নির্মূলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

সমাবেশ শেষে মাদক বিরোধী এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠ এলাকা থেকে শুরু হয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।