সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় আহত শাহাদাতের শয্যাপাশে সজীব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির বিজয় র‍্যালীতে যোগদান শেষে স্থানীয় আওয়ামীঘেষা ও জাতীয়পার্টির লোকজন সন্ত্রাসী হামলা চালিয়ে বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদল শাহাদাত হোসেন রতন গুরুত্বর আহত হোন। ওই সময় হামলাকারীরা রতনের পায়ের রগ কেটে দেয় এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও চিকিৎসকের পরামর্শে রতন এখনো শয্যাশয়ী আছেন।

২৮ ডিসেম্বর শনিবার সকালে সেই সন্ত্রাসী হামলার শিকার যুবদল নেতা মোঃ শাহাদাত হোসেন রতনের শারীরিক খোঁজখবর নিতে আসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। এ সময় শাহাদাতের পরিবারের সাথে কথা বলেন এবং রতনের চিকিৎসা সেবার জন্য সহযোগিতায় এগিয়ে আসেন সজীব। সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জানাগেছে, জাতীয়পার্টির লোকজন নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান অনুগামী শাহাদাত হোসেন রতনের পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ ওঠে নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর অনুসারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল ও জাতীয়পার্টির নেতা ফারুক আহমেদ তপনের নেতৃত্বে হামলাকারীরা রতনের বাম পায়ের দুটি রেগে কেটে দিয়েছেন।

একই সঙ্গে আহত রতনের ডান হাতেও মারাত্মক কাটা রক্তাক্ত জখম করা হয়। আশংকাজনক অবস্থায় যুবদল নেতা রতনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গুরুত্বর জখম যুবদল নেতা রতন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুর ভাগিনা।

ঘটনা সুত্রে জানাগেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিজয় র‌্যালী সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হয়। উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে বিজয় র‌্যালী করে ‍উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা বিএনপি। বিজয় র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার পথে আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজন নিয়ে নেতাকর্মীদের ‍উপর হামলা চালায় জাতীয় পার্টির নেতা ফারুক আহমেদ তপন ও যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল। এ সময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্ব জাতীয় পার্টির লোকজন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হোন।

এরি মাঝে উপজেলা ও হাসপাতালের সড়ক দিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের ছবি সম্বলিত যুবদলের লোগোতে টি-শার্ট পরিহিত যুবদল কর্মী রতনকে রিক্সাযোগে আসতে দেখে অতর্কিত হামলা চালায় রেজাউল, সিরাজুল ইসলাম ও তপনের লোকজন। হামলায় রতন মাটিতে লুটিয়ে পড়লে রতনের বাম পায়ের রগ কেটে দেয়। ডান হাতেও ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। তারা রেজাউল করিম ও খন্দকার আবু জাফরের পক্ষ নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর এই হামলায় অংশগ্রহণ করেছে বলে অভিযোগ ওঠেছে।

যদিও এ বিষয়টি অস্বীকার করেছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। তিনি।মিডিয়াতে বলেছিলেন, উপজেলা প্রশাসন তাদেরকে সকাল ১০টায় সময় দিয়েছিল শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু তারা ১১টা বেজে গেলেও সেখানে থেকে যায়। রেজাউল করিমকে নিয়ে আমরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে মান্নানের লোকজন আমাদের ‍নেতাকর্মীদের উপর হামলা চালায়।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছিলেন, সোনারগাঁয়ে বিএনপির শান্তিপূর্ণ রাজনীতিকে বিতর্কিত করার অপচেষ্টাস্বরূপ রেজাউল করিম আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজনের উপর ভর করেছে। সে বিজয় দিবসে স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের বেশকজন নেতাকর্মীকে আহত করেছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।