ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ২০২৫-২০২৭ইং নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার। ২৯ ডিসেম্বর রবিবার জেনারেল গ্রুপের পরিচালক পদে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করে দিদার খন্দকার বলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়শনের আসন্ন নির্বাচনে আমি পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি সকালের কাছে দোয়া চাই। আর ব্যবসায়ীদের সেবা করার জন্য আমি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যাতে করে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীদের বেছে নিতে পারে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। আর বিগত দিনের মতো সিলেকশন হলেই স্বৈরাচারের দোসররা ফের মাথা চারা দিয়ে উঠবে। আমরা সেই পথে হাঁটতে চাইনা, আর স্বৈরাচারের দোসরদের নতুন করে কোন সুযোগ করে দিতে চাই না।
প্রসঙ্গত, রোটারিয়ান ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দিদার খন্দকার ব্যক্তিগত উদ্যোগে ও যৌথভাবে সমাজসেবা করে আসছেন। ফলে আসন্ন নির্বাচনে তিনি যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গত ১৪ নভেম্বর হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।