বিএনপির গিয়াস পরিবারে রাজনৈতিক ধস: বাকি রহিলো সাদরিল!

সান নারায়ণগঞ্জ

রীতিমত আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়ার মত দশা হয়েছে বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও তার অনুগামীদের। বিএনপির একচ্ছত্র নিয়ন্ত্রণ থেকে ছিটকে গেলেন তিনি। জেলা বিএনপির সভাপতির পদ হারানোর পর তার পুত্র জেলা কৃষকদলের সদস্য সচিবের পদটিও হারিয়েছেন। এবার বাকি রহিলো গিয়াসের আরেক পুত্র জিএম সাদরিল। বিএনপির এমন সুসময়ে গিয়াস পরিবারের রাজনীতিতে বিরাট হোচট খাওয়ার বিষয়টি নারায়ণগঞ্জ জেলা জুড়ে রীতিমত আলোচিত ঘটনা। যদিও ৫ আগস্টের পর তার ও সন্তানদের বিরুদ্ধে নানা ঘটনার খবর জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে কানাঘষা ছিল বেশ।

১ জানুয়ারী বুধবার নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কমিটি বিলুপ্তির ঘোষণা করেন। এর আগে গত ২০২৩ সালের ১২ জানুয়ারী শাহীন মিয়াকে আহ্বায়ক ও গিয়াসপুত্র মো. কায়সার রিফাতকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে ২৪ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

এ ছাড়াও গত ১২ ডিসেম্বর বাস ভাংচুর ও এক সাংবাদিককে মারধর করার অভিযোগে গিয়াস অনুগামী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। ৫ আগস্টের পর ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন কাওসার রিফাতের লোকজন। এ নিয়ে মহানগর মহিলা দলের সদস্য সচিব আয়েশা আক্তার দিনা, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর বিরুদ্ধে কোর্টে মামলা করে দেয় সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি তৈয়ম হোসেন। দিনা, সাহেদ ও বাবুও ইপিজেডে ঝুট ব্যবসায় নেমেছেন।

অন্যদিকে গিয়াসউদ্দীন, তার পুত্র কাওসার রিফাত পদ হারালেও এখনো গিয়াসের আরেকপুত্র জিএম সাদরিলের পদ পদবীতে বহাল রয়েছেন। জিএম সাদরিল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির পদে আছেন। একই সঙ্গে সমর্থনমুলক সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নামক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের পদে আছেন সাদরিল।