সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে ‘সান নারায়ণগঞ্জ’ পরিবারের গভীর শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ

দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম পরিবার। শোক জানিয়েছেন সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাজহারুল ইসলাম রোকন।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত ২৮ ডিসেম্বর ব্রেন ও হার্ট স্ট্রোক করার পর তোফাজ্জল হোসেনকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, এবং নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে গভীর শোক নেমে এসেছে।

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম পরিবার। সম্পাদক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।

মরহুম তোফাজ্জল হোসেনের প্রথম জানাজা ডিআইটি মসজিদ প্রাঙ্গণে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানায়ায় সকল শ্রেণিপেশার মানুষ শরীক হন। মরহুমের দ্বিতীয় জানাজা কাশিপুর ঈদগাহ ময়দানে বাদ এশা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।