মহানগরীর ১২নং ওয়ার্ডে ১৭’শ পরিবারের মাঝে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। ১ জানুয়ারী বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে ওয়ার্ডের ১ হাজার ৭‘শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শকু বলেছেন, আমি এখন আর কাউন্সিলর নই। তবে জনগণের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকে কখনো সরে দাঁড়াতে পারি না। অতীতে যেভাবে মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও সেই কাজগুলো চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আজ সামর্থ্যবানদের সহযোগিতায় আমরা ১৭০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। প্রতি বছর এই কার্যক্রম পরিচালনা করে থাকি। দ্বিতীয় ধাপেও আমরা আরও ২০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। আমরা কথা দিলে তা পূরণের চেষ্টা করি, এ কারণেই মানুষ আমাদের বিশ্বাস করে।”

শকু সামর্থ্যবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “যখন সাহায্যের জন্য হাত বাড়াই, তখন তারা সাড়া দেয়। এটি আমাদের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।”

রমজান মাসকে ঘিরে বিশেষ কার্যক্রমের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “রমজানে আমাদের কিছু উদ্যোগ রয়েছে, যা জনগণের জন্যই পরিচালনা করব। কাউন্সিলর না থাকলেও মানুষের সেবা করার দায়িত্ব কখনো শেষ হবে না।”

সুত্র: যুগের নারায়ণগঞ্জ