সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন অভিযোগে ৭ আসামীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। ২ জানুয়ারী বৃহষ্পতিবার রাতের পৃথক সময়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বৈলারকান্দী এলাকার অনোয়ার হোসেনের পুত্র জাহিদ, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মানাইরচর এলাকার আব্দুল হালিম ফকিরের পুত্র সাইদুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বকুল মিয়ার পুত্র বাদল মিয়া, আড়াইহাজার উপজেলার গিরদা এলাকার মোমেনের ছেলে পিয়াস, মনোহরদী এলাকার আঃ লতিফের ছেলে রফিক। তা ছাড়া আড়াইহাজার পৌরসভা এলাকার নাহিদ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এদের মধ্যে রফিককে ২০ পিস ইয়াবা এবং পিয়াসকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ, বাদল এবং সাইদুল পৌরসদরের কৃষ্ণপুরা বৌবাজার এলাকায় রাতের আঁধারে মদ খেয়ে মাতলামী করার সময় পুলিশের হাতে আটক হয়।