সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির জাতীয়তাবাদী ওলামাদের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও জেলা ওলামা দলের সাবেক সভাপতি মুন্সী সামসুর রহমান খান বেনুর স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভাধীন রূপসী খন্দকার বাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওলামা দলের নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ মজিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তৈমূর আলম খন্দকার বলেন, মুন্সী সামসুর রহমান খান বেনু একজন দল পাগল মানুষ ছিলেন। বিএনপি করতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। রাজপথে আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন। তারপরেও তিনি কখনও পিছু হটেননি। বর্তমানে অনেকেই নেতা হয়েছেন। কিন্তু বেনু যখন নেতৃত্ব দিতেন তখন বিএনপির অনেকেই রাজপথে ছিলেন না। বর্তমানে বিএনপিতে সামসুর রহমান বেনুর মতো নিঃস্বার্থ লোকের বড়ই অভাব।