নারায়ণগঞ্জ জেলা যুবদলের ৫১ সদস্যের কমিটিতে থাকছেন যারা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের কমিটি ৫১ সদস্য বিশিষ্ট লম্বা হচ্ছে বলে জানিয়েছেন জেলা যুবদলের শীর্ষ নেতারা। কমিটি গঠনের পর থেকে কমিটির দায়িত্বে থাকা তিনজন নেতা একজোট হতে পারেননি। এমন অবস্থায় জেলা যুবদলের কমিটি ভেঙ্গে দিতে পারে কেন্দ্রীয় যুবদল- এমন আলোচনার মাঝে ‍যুবদল নেতারা জানিয়েছেন, কমিটি ভাঙ্গছেনা। এই তিন সদস্যের আহ্বায়ক কমিটি ৫১ সদস্য বিশিষ্ট লম্বা কমিটি হবে।

সূত্রমতে, ২০২৩ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক পদে সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব ও সদস্য সচিব মশিউর রহমান রনিকে দায়িত্ব দেয়া হয়। কমিটি গঠনের পর থেকেই সাদেকুর রহমান সাদেক ও খাইরুল ইসলাম সজীব একজোট হয়ে দলের কর্মসূচি পালন করেন। পৃথকভাবে সদস্য সচিব মশিউর রহমার রনি জেলা যুবদলের ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন। মাঝে সাঝে তিন নেতাকে জেলা যুবদলের তিনটি ব্যানারে কর্মসূচি পালনও করেছেন।

আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বলয়ে রাজনীতি করছেন। মশিউর রহমান রনি জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দীন বলয়ে রাজনীতি করেছেন। সজীব আছেন তার পিতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে। জেলার বিভিন্ন থানা/উপজেলায় রনি ক্ষুদ্র ক্ষুদ্র বলয় তৈরি করেছেন যুবদলের নেতাকর্মীদের নিয়ে। কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয়েও আছেন রনি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের শীর্ষ তিন নেতা তিন মেরুতে বিভক্ত হয়ে রাজনীতি করছেন। গত ৫ আগস্টের পূর্বে তারা ‍পৃথকভাবে আন্দোলন সংগ্রাম করেছেন। ৫ আগস্টের পর তাদের একজোট হয়ে জেলা যুবদলের সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি। জেলা যুবদলের বিগত কমিটির আমলেই নেতৃত্বে আসার প্রতিযোগীতায় ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, আরিফুজ্জামান ইমন, হারুন অর রশিদ মিঠু সহ ডজন খানিক নেতা।

এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকু রহমান সাদেক সান নারায়ণগঞ্জকে জানান, জেলা যুবদলের বর্তমান কমিটি ৩ সদস্যবিশিষ্ট। কেন্দ্রীয় নির্দেশান অনুযায়ী জেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছেনা। তবে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি বর্ধিত করা হবে। সেটা খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন। তবে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কারা থাকছেন সেটা তিনি নিশ্চিত করেননি।

অন্যদিকে জেলা যুবদলের একাধিক নেতা জানিয়েছেন, সাদেক ও রনির নেতৃত্বাধীন জেলা যুবদলের কমিটি থাকছেনা। তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ব্যর্থ হয়েছেন। সংগঠনে বিভেদ সৃষ্টি করেছেন। আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জেলা যুবদলের একাধিক নেতা কেন্দ্রে নতুন কমিটি আনার চেষ্টা অব্যাহত রেখেছেন। এখন দেখার বিষয় এই কমিটি ৫১ সদস্যবিশিষ্ট লম্বা হয় নাকি নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।