২০১৩ সালে বিএনএফ করা ব্যক্তিরাও ত্যাগের গল্প শোনায়: আশা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বস্থানীয় শীর্ষ নেতাকে ইঙ্গিত করে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, ২০১৩-১৪ সালে আমরা ‍যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করি, তখন যারা নাজমুল হুদার দল বিএনএফ এর কমিটি গঠন করেছিল, যারা লিখিত ডকুমেন্ট আমাদের কাছে আছে, নির্বাচন কমিশনের কাছে আছে। আজকে তারাও দাবি করে তারাও নাকি বিগত ১৬/১৭ বছর বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল। একটা কথা মনে রাখবেন খালি কলসি বাজে বেশি। যারা খালি তারা বিভিন্ন সময় ত্যাগের গল্প শোনায়।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুল কাউসার আশা। এতে সভাপতিত্বে করেন ছাত্রদল নেতা মোহাম্মদ রাজু।

আশা আরো বলেন, অনেকে আবার ৫ আগস্টের পর বিএনপি হয়ে গেছে। আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের প্রথম সারির নেতাকর্মী বাদ দিয়ে বাকিদের নিয়ে নিজেদের দল ভারি করার জন্য দলে অনুপ্রবেশ করাচ্ছে, দলে জায়গা করে দিয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। বিশেষ করে কোর্টপ্রাঙ্গনে আমরা দেখছি, প্রথমত পুলিশ আওয়ামীলীগের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তার করছেনা, বিভিন্ন চাপে পড়ে দুএকজনকে গ্রেপ্তার করা হলে আমাদের দলের দালালশ্রেণির কিছু আইনজীবী আছে, যারা তাদেরকে জামিন করাতে ব্যস্ত হয়ে পড়েন।

এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, সিরাজউদ্দীন দর্পন, শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।