খোরশেদকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মহানগর ছাত্রদল

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরবের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারী বুধবার রাতে মহানগরীর মাসদাইর এলাকায় কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মো. আশ্রাফুল ইসলাম নিরবের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, দলীয় সকল আন্দোলন সংগ্রাম সহ জনসাধারণের অধিকার আদায়ের সকল সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও ছাত্রদল সক্রিয় ভূমিকায় ছিলো। আশা করি আগামী দিনেও ছাত্রদল সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, মহানগর কৃষকদল দপ্তর-সম্পাদক শওকত খন্দকার, সদর থানা কৃষকদল আহবায়ক রানা মুজিব, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির, সাবেক সহ-সভাপতি ছাত্রদল সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা নাঈম মোল্লা, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক পায়েল, মহানগর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন হৃদয়, মাশরাফি, আবির, নিয়ল ও মানুম বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।