নারায়ণগঞ্জে ‘পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা’র শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

তীব্র শীতে সুবিধাবঞ্চিত ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে করে যাচ্ছে ‘পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা’ নামক সামাজিক সংগঠনটি। এই কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার শীতবস্ত্র হিসেবে নাইটগার্ডদের জন্য সোয়েটার ও কানটুপি এবং অন্যান্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ৩ জানুয়ারী শুক্রবার রাতে এই কার্যক্রম পরিচালিত করে সংগঠনটির নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের বর্ণনা দিতে যেয়ে পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এ এইচ আশু বলেন, বর্তমানে আমরা লক্ষ্য করছি যে, নাইট গার্ড হিসেবে যারা বিভিন্ন পাড়া-মহল্লা বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে তারা বয়োবৃদ্ধ ও অভাবী প্রকৃতির মানুষ। রাতে শীত বেশী থাকে। তাছাড়া বয়স্ক মানুষের শীত একটু বেশী অনুভুত হয়। তাই আমরা তাদের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার ও কানটুপি বিতরণ করছি এবং অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। পুরো শীত জুড়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

উক্ত বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ফারুক রিংকু, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল হক ফোরকান, কোষাধ্যক্ষ মোঃ আল আমিন আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জুম্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম সুজন ও নির্বাহী সদস্য মোঃ রনী শিকদার প্রমুখ।

পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে বিতরণের সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল বাতেন।

উল্লেখ্য পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা ইতিমধ্যে চাষাড়া রেলস্টেশন, নারায়ণগঞ্জ রেলস্টেশন, ফতুল্লা লঞ্চঘাট, ফতুল্লার জোড়পুল, ফতুল্লা রেলস্টেশন ও ব্যাংক কলোনী, সস্তাপুর, শিবু মার্কেট, ফতুল্লা পোষ্ট অফিস, কুতুবপুরের পিলকুনি, তক্কারমাঠসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল, কানটুপি এবং সোয়েটার বিতরণ কার্যক্রম পরিচালিত করেছে।