বন্দরে মুকুলের হাত ধরে শতাধিক যুবকের বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছে কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শতাধিক যুবক।

৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলের মোড়স্থ বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের বাসভবনে এসে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আবুল কাশেম, মো. সাফি, আব্দুর রাজ্জাক, মোরশেদ আলম প্রমুখ।

সদ্য যোগদানকৃত যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জাব্বার, নিলয়, ইফতি, মেরাজ, ইয়াসিন, সামির, সিফাত, রাহাত, মাহিন, মাহাতাব, সেন্টু, প্লাবন, নাফিজ, মৃদুল, তানভির, সাইফুল, জিসান, রিয়াদ ও আরিয়ান প্রমুখ।