বন্দরে রাস্তা সুড়ঙ্গ করে বিএনপি নেতার ড্রেজার পাইপ, ধসে পড়ার শঙ্কা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে কল্যান্দি সড়কে আরসিসি ঢালাই রাস্তায় অবৈধভাবে সড়কের নিচের মাটি কেটে নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ বসানো হয়েছে। শুরুতে পাইপ সড়কের ওপর ছিল। এতে প্রশাসন বাধা দিলে সড়ক থেকে পাইপ সরিয়ে দিনের বেলাই সুড়ঙ্গ করে পাইপটি সড়কের নিচ দিয়ে নেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে সড়ক ভেঙ্গে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেজার পাইপ স্থাপন করেছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর থানা যুবদল সভাপতি আমির হোসেন, পিংকি, সোয়েব, রবিন সহ বিএনপির একটি সিন্ডিকেট। প্রতিদিন রাস্তাটি দিয়ে শত শত রিকশা, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করায় ওপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

৪ জানুয়ারী শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার রূপালী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসানো হয়েছে। সেখান থেকে পাইপ সংযোগ করে কল্যান্দি এলাকায় আরসিসি ঢালাইকৃত রাস্তাটির নিচ দিয়ে প্রায় ১২ ইঞ্চি গোলাকার একটি পাইপ রাস্তা সুড়ঙ্গ করে নিচ দিয়ে বসানো হয়েছে। এমনভাবে পাইপটি স্থাপন করা হয়েছে যাতে এই সড়ক দিয়ে চলাচলকারী প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দেখতে না পান।

স্থানীয়রা জানান, এটি প্রথমে সড়কের ওপর ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সড়ক থেকে ড্রেজার পাইপ সহ ড্রেজারটি সরানোর নির্দেশ দেন। পরে ড্রেজার ব্যবসায়ীরা সড়ক থেকে পাইপ সরিয়ে নেওয়ার কিছুদিন পর পূনরায় সড়ক সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হয়।

বন্দর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসার সামছুন নাহার জানান, রাস্তা কেটে বা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে কোন অনুমতি দেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখবো যদি এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী মোস্তাফিজুর রহমান জানান, রাস্তর উপরে ড্রেজার পাইপ ছিল, আমরা অপসারণ করেছি কিন্তু সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে আমি অবগত নই। আগামীকাল লোক যাবে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বস্থ করেন তিনি।